নবীনা আক্তারকে সভাপতি ও শাহীনুর আক্তারকে সাধারণ সম্পাদক করে ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ কমিটি গঠিত
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার নবীনবরণ ও ২য় সম্মেলন সম্মেলন আজ ২৭ জানুয়ারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ইডেন কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর উদ্বোধন ঘোষণা করেন ইডেন কলেজের সাবেক ভিপি এবং শিক্ষাবিদ অধ্যাপক এএন রাশেদা। এরপর শতাধিক ছাত্রীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হাবিব রুমন, নগর শাখার সভাপতি রুখসানা আফরোজ আশা, ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নবীনা আক্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইডেন কলেজ শাখার সভাপতি মুক্তা বাড়ৈ ও পরিচালনা করেন কলেজ শাখার সাধারণ সম্পাক জয়শ্রী রায়।
আলোচকগণ বাংলাদেশের ইতিহাসে ইডেন কলেজের শিক্ষার্থীদের গৌরবময় ভূমিকার কথা উল্লে করে সারা দেশে যে ব্যাপক হারে শিক্ষার ব্যয় বৃদ্ধি চলছে তার বিরুদ্ধে এবং ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার লড়াইকে জোরদার করার আহ্বান জানান। পরে ছাত্র ফ্রন্টের নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
কমিটি নি¤œরূপ:
সভাপতি : নবীনা আক্তার
সহ-সভাপতি : জয়শ্রী রায়
সাধারণ সম্পাদক : শাহীনুর আক্তার
সাংগঠনিক সম্পাদক : মাহফুজা আক্তার
দপ্তর সম্পাদক : সাবরিন ঐশী
অর্থ সম্পাদক : বিথীকা রানী বিশ্বাস
প্রচার ও প্রকাশনা সম্পাদক: অনামিকা মানবী
স্কুল বিষয়ক সম্পাদক : শিরিন পপি
পাঠাগার সম্পাদক : আসমা
সহ-সম্পাদক : লিয়া আক্তার
সদস্য : স্বর্ণ বেগম
অনিতা সরকার
ফারজানা সুলতানা লিনা