22 Mar 2018
বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির মৃত্যুতে বাসদ এর শোক

কাকন বিবি পাকিস্তানী বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধেও অংশ নেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কাকন বিবিকে বীরবিক্রম উপাধি দেয়া হলেও স্বাধীনতাত্তোর ৪৭ বছরেও তার খেতাবের সরকারি গেজেট প্রকাশ করার অবকাশ সরকার পায়নি। এটা একজন মুক্তিযোদ্ধা তথা জাতির জন্য খুবই দুঃখজনক।