হাইকোর্টের সামনে ভাস্কর্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ১২ এপ্রিল ২০১৭ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে হাইকোর্টের সামনে স্থাপিত ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য জাস্টিসিয়া সরানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ভোটের স্বার্থে মৌলবাদীদের তোয়াজ করার এই নীতি দেশের গণতান্ত্রিক মুল্যবোধ ধ্বংস করবে। এটা সবাই জানে, ভাস্কর্য এবং মুর্তি পূজা এক নয়। প্রথমে আওয়ামী ওলামা লীগ তারপর হেফাজতে ইসলাম এবং কওমী মাদ্রাসাকে মাঠে নামিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা মূলত: সাম্প্রদায়িক উন্মাদনাকে পরিপুষ্ট করবে। একদিকে মুক্তিযুদ্ধের কথা অন্যদিকে ধর্মের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করার পরিণতি সমাজের দীর্ঘদিনের ধর্মীয় সহনশীলতার পরিবেশকে নষ্ট করবে।
তিনি ভোট ও গদির স্বার্থে এই সর্বনাশা পথ অনুসরন না করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একই সাথে সরকারের এই ধরনের ধর্মীয় সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশের জনগণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।