ঈদের আগে ২০ জুনের মধ্যে বেতন বোনাস দাও-স্কপ
২০ জুনের পূর্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস এবং ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা করার দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ দাবি জানান। স্কপ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কামরুল আহসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নূরুল ইসলাম আকন্দ, প্রকাশ দত্ত, আবদুল ওয়াহেদ, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম, নাইমুল আহসান জুয়েল, আমিরুল হক আমিন, জাহেদুল হক মিলু, শাহ মোঃ আবু জাফর।
নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর ঈদে শ্রমিক কর্মচারীরা বকেয়া বেতন ও বোনাস এর জন্য অশেষ ভোগান্তিতে পড়েন। ঈদের ২/১ দিন আগে বকেয়া বেতন, বোনাস ও ছুটি পেলে বাড়ি যাওয়ার ক্ষেত্রে লাখ লাখ শ্রমিক এক অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন। ঈদ কোন আকস্মিক ঘটনা নয়। ফলে বেতন এবং বোনাস এর প্রস্তুতি আগে থেকেই নেয়া সম্ভব। নেতৃবৃন্দ তাই ২০ জুনের মধ্যেই বকেয়া বেতন ও বোনাস প্রদানের জোর দাবি জানান। লাখ লাখ শ্রমজীবী মানুষের বাড়ি ফেরা ও কর্মস্থলে ফিরে আসার যথাযথ ব্যবস্থা নয়ার জন্যও নেতৃবৃন্দ দাবি জানান।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।