উচ্চশিক্ষায় ফি বৃদ্ধির পরিকল্পনা বাতিল না হলে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে

উচ্চশিক্ষায় ফি বৃদ্ধির পরিকল্পনা বাতিল না হলে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে-
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশে নেতৃবৃন্দ
060417-SSF on tution fee-1শিক্ষার ব্যয়বৃদ্ধির ৫ গুণ ফি বৃদ্ধির অর্থমন্ত্রীর ঘোষণাকে প্রতিহত করা এবং ইউজিসি ২০বছর মেয়াদী উচ্চ শিক্ষা ধ্বংসের কৌশলপত্র বাতিলের দাবিতে ৬ই এপ্রিল, ২০১৭ইং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাশুক হেলাল অনিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক আলমগীর হোসেন সুজন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইউজিসি এর ২০ বছর মেয়াদী কৌশলপত্রের নীলনকশা হিসেবেই এই ফি বৃদ্ধির পাঁয়তারা চলছে। একদিকে যখন ক্রমাগত শিক্ষা, গবেষণায় বাজেট, সরকারি কিংবা পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট রয়েছে তখন এই ধরনের ঘোষণা শিক্ষার সংকটকে আরও বাড়িয়ে তোলবে। বক্তব্যে আরও বলা হয় যে, ৫গুণ ফি বৃদ্ধিতো বটে যদি ১টাকাও ফি বৃদ্ধি করা হয় তবে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Translate »