এ বাজেট ধনীদের স্বার্থ রক্ষাকারী এবং জনগণের কাঁধে বিশাল করের বোঝা চাপানোর দলিল-খালেকুজ্জামান

এ বাজেট আমলাতান্ত্রিক, অগণতান্ত্রিক, ঋণ নির্ভর, ধনীদের স্বার্থ রক্ষাকারী এবং জনগণের কাঁধে বিশাল করের বোঝা চাপানোর দলিল
haturi-kastey-editedবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ০১ জুন ২০১৭ বাজেট প্রতিক্রিয়ায় বলেন, আমলা দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিশাল বাজেটে বিপুল করের বোঝা জনগণের কাঁধে চাপানো হয়েছে। কমরেড খালেকুজ্জামান বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় এই বাজেটকে আমলাদের দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রনীত বিশাল বাজেটের নামে জনগণের উপর বিপুল বোঝা বলে আখ্যায়িত করেছেন। সরকার এবারের বাজেট আয়তনে বড় বলে আত্মতুস্টি প্রকাশ করছে অথচ এর দায় যে সাধারণ শ্রমজীবী মধ্যবিত্ত জনগণকেই বহন করতে হবে সে বিষয়ে নিশ্চুপ। গত বছরের চাইতে ৩৪ শতাংশ বেশি রাজস্ব আদায়, ১৫ শতাংশ ভ্যাট আরোপ, ১ লাখ ১২ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট এবং ঘাটতি পুরণের জন্য দেশি-বিদেশি ঋণ গ্রহণ এবং তার সুদ পরিশোধের বোঝা জনগণের উপর চাপানো, কালো টাকা সাদা করার সুযোগ এবারেও রাখা হয়েছে। কর রেয়াতের নামে ধনিক শ্রেণিকে সুবিধা প্রদান এই বাজেটের অন্যতম বৈশিষ্ট। তিনি বলেন, এ বাজেট ধনবৈষম্য আরও বৃদ্ধি করবে। মেগা প্রজেক্টের জন্য থোক বরাদ্দ হলেও শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের জন্য বরাদ্দ আনুপাতিক হারে বাড়েনি। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাঙ্কসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ খালি করে তা পুনর্ভরনের জন্য জনগণের উপর করের বোঝা চাপানো হয়েছে। কাজেই বাজেটের উদ্দেশ্য হলো জনগণের উপর করের বোঝা বাড়িয়ে দেশি-বিদেশি লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করা। তিনি এই বাজেটকে আমলাদের দ্বারা প্রনীত, ধনীদের স্বার্থরক্ষাকারী, বৈষম্যবৃদ্ধি ও লুণ্ঠন সহায়ক বাজেট বলে উল্লেখ করেন এবাজেট প্রত্যাখ্যান করেছেন।

Translate »