চারনকবি মুকুন্দ দাসের মৃত্যুবার্ষিকী (১৮ই মে) উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

190516-BSL ob Mukunda-1১৮ই মে ছিল কিংবদন্তী চারনকবি মুকুন্দ দাসের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ১৯শে মে চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা শাখার উদ‌্যোগে বরিশাল অশ্বিনী কুমার হলে চারণকবি মুকুন্দ দাস স্মরণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।190516-BSL ob Mukunda-5190516-BSL ob Mukunda-6প্রথমে মুকুন্দ দাসের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বরিশাল জেলা শাখার সংগঠক এইচ এম ইমন ও পরিচালনা করেন চারণ সংগঠক মিঠুন চক্রবর্তী।190516-BSL ob Mukunda-7190516-BSL ob Mukunda-2বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সভাপতি ডা: মনীষা চক্রবর্তী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুকুল দাস, ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি নজরুল হক নীলু, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন উদযাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি নজরুল ইসলাম চুন্নু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা সংগঠক বদরুদ্দোজা সৈকত।180516-BSL ob Mukunda-3বক্তারা বলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সংগঠক ও বাংলার চারণ মুকুন্দ দাস বাংলার সাংস্কৃতিক আন্দোলনের এক কিংবদন্তী। মুকুন্দ দাসের কীর্তিকে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার জন্য বক্তারা বরিশালের একটি প্রাণকেন্দ্রে মুকুন্দ দাসের ভাস্কর্য ও মুকুন্দ দাস স্মৃতি যাদুঘর নির্মাণের দাবী জানান। আলোচনাসভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মুকুন্দ দাসের গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

Translate »