30 Dec 2018
জালিয়াতির নির্বাচনে গণতন্ত্র আরো গভীর খাদে পতিত হলো-খালেকুজ্জামান
নীল নকশার সাজানো ও একতরফা প্রহসনের নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান এবং নির্বাচন বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধিনে পুনরায় নির্বাচন দাবি
জালিয়াতির নির্বাচনে গণতন্ত্র আরো গভীর খাদে পতিত হলো-খালেকুজ্জামান

বিবৃতিতে তিনি আরও বলেন, মৌলিক প্রশ্ন ছাড়াও আয়োজনগত বহু বিচ্যুতিও পরিলক্ষিত হয়েছে। যেমন ঢাকাসহ সারাদেশের প্রায় প্রতিটি কেন্দ্রে বিরোধী পক্ষের এজেন্ট ঢুকতে না দেয়া, জোর পূর্বক বের করে দেওয়া, ভূয়া এজেন্ট বসিয় রাখা, ভোট গ্রহণের পূর্বেই ব্যালট পেপারে সীল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, প্রায় প্রতিটি ভোট কেন্দ্রের সামনে দলীয় কর্মী সমর্থকদের সন্ত্রাসী মহড়া ও জটলা তৈরি করে সাধারণ ভোটারদের জন্য ভোটজট সৃষ্টি করা, ভোটার সিরিয়াল নাম্বার জটিলতা ইত্যাদি নানা অপকর্ম চালানো হয়েছে। এমনকি প্রার্থীদেরও ভোট কেন্দ্রে ঢুকতে বাধাদান, শারিরীকভাবে লাঞ্ছিত করা, পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও অনেক কেন্দ্রে দুপুর ১২টায় লাঞ্চ বিরতির কথা বলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এসব ঘটনা নজিরবিহীন।
