বাজেটের রাজনৈতিক দর্শন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা-আকাঙ্খার পরিপন্থি-কমরেড খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাজেট পতিক্রিয়ায় বলেন, ‘বাজেট ২০১৬-১৭ গতাণুগতিক। তৃণমূল থেকে গণচাহিদা ও জনমতের ভিত্তিতে উঠে না আসা এবং বরাদ্দকৃত অর্থ জনদৃষ্টির আড়ালে খরচ হওয়ার প্রেক্ষিতে বাজেট প্রক্রিয়া অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক। ব্যাংঙ্ক, শেয়ার বাজার লুটসহ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারের কোন বক্তব্য না থাকায় এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ ও সম্পদ জব্দ করে যে বাজেট উদ্বৃত্ত হতে পারতো, তাকে ঘাটতি বাজেটে পরিণত করা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। চতুরতার আশ্রয় নিয়ে কালো টাকা সাদা করার প্রক্রিয়া জনগণের চোখে ধুলো দেয়ার সামিল। দফায় দফায় নানা প্রকল্পে ব্যয় বৃদ্ধি স্বেচ্ছাচারমূলক এবং দুর্নীতিগ্রস্থতার অভিযোগ মুক্ত নয়। বিত্তবানদের বিত্তের লঘু অংশও না ধরে জীবনযাত্রার ব্যয়ে দিশেহারা সাধারণ জনগণের উপর করের বোঝা অনভিপ্রেত ও গণবিরোধী সিদ্ধান্তের পর্যায়ভুক্ত। বাজেটের রাজনৈতিক দর্শন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা-আকাঙ্খার পরিপন্থি। সাংবিধানিক অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। এই বাজেট তেলা মাথায় আরো তেল ঢালবে আর ধনী-গরীব বৈষম্যকে আরেক ধাপ বাড়িয়ে তুলবে। আমরা আর্থিক অনিয়ম, বৈষম্য সৃষ্টি ও দুর্নীতিবিরোধী অবস্থানে দাঁড়িয়ে আমূল সংস্কার ও বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, শাসন-প্রশাসন সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রকৃত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

Translate »