13 Nov 2016
বাসদ ফেনী জেলা শাখার উদ্যোগে ১০ নভেম্বর’১৬ শহরে র্যালি ও সেলিম আলদিন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত
বাসদের ৩৬তম প্রতিষ্ঠা বাষির্কী ও নভেম্বর বিপ্লবের ৯৯তম বাষির্কী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ ফেনী জেলা শাখার উদ্যোগে ১০ নভেম্বর’১৬ শহরে র্যালি ও সেলিম আলদিন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ডা. হারাধন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক কমরেড নিখিল দাস, জাসদ ফেনী জেলার আহবায়ক হীরা লাল চক্রবর্তী, সিপিবি ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহিববুর রহমান রাসেল, এনডিপির ফেনী জেলার আহবায়ক মোহাম্মদ সাজাহান, নোয়াখালী জেলা বাসদের সমন্বয়ক আ ন ম জাহের উদ্দিন ও মালেক মনসুর।
আলোচনা সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য চন্দ্রিকা বডুয়া ও বিন্দু।