08 Dec 2015
ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার মিছিল ও সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ৫ ডিসেম্বর ২০১৫ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন। ক্যাম্পাসে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র কৃষিবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিফাত হোসাইন জয়া ও সাধারণ সম্পাদক সৌরভ দাস।
সমাবেশে বক্তাগণ ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর আবাসন নিশ্চিত, অবিলম্বে সেমিস্টার ফিসহ সকল প্রকার ফি প্রত্যাহার, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা, ছাত্র বৃত্তি বৃদ্ধি, শিক্ষা ও গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি, নতুন বই ক্রয়সহ সপ্তাহে সাতদিন লাইব্রেরি খোলা রাখা এবং সপ্তাহে সাত দিন বাস ট্রিপ চালু করার দাবি জানান।