শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
২৬ জুন শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে সকাল আটটায় মিরপুরস্থ শহীদ জননী জাহানারা ইমামেরর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন ঢাকা নগর নেতা জুলফিকার আলী, মাঈন উদ্দিন চৌধুরী, ইমরান হাবিব রুম, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলনের সূচনা করেছিলেন, আমাদের আজকে যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত শিবির নিষিদ্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। স্বাধীনতার ৪৫ বছরে ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো পালাক্রমে দেশ পরিচালনা করলেও তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। ফলে জোট মহাজোটের দুর্নীতিগ্রস্থ-দুর্বৃত্তায়িত সংঘাতময় আদর্শহীন রাজনীতি দেশকে আজ চরম দুর্গতি ও দর্দশার জায়গায় এনে দাঁড় করিয়েছে। কমরেড খালেকুজ্জামান যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সকল সংগঠন নিষিদ্ধ এবং শিক্ষা-সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে মৌলবাদবিরোধী মতবাদিক সংগ্রাম জোরদার করে বিকল্প রাজনৈতিক শক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।