সভা-সমাবেশে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা-নির্যাতন বন্ধের দাবি

বাসদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত
haturi-kastey-editedবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির ২দিনব্যাপী সভা আজ সকাল ১১:৩০ মিনিটে ২৩/২ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু ও কমরেড রাজেকুজ্জামান রতন।
সভায় বিগত বছরের সাংগঠনিক কাজের পর্যালোচনা অর্থাৎ রাজনৈতিক, আদর্শিক, সাংগঠনিক ও আন্দোলন বিষয়ে নেয়া পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সাফল্য-ব্যর্থতা চিহ্নিত করা হয় এবং আগামী বছরের পরিকল্পনা গ্রহণের জন্য আলোচনা করা হয়।
সভায় এক প্রস্তাবে সরকারের স্বেচ্ছাচারী শাসনের ফলে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমেই সংকুচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার বিরোধী মত দমনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সভায় গতকাল সারা দেশে বিরোধী দল বিএনপির কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর আক্রমণ-হামলা-নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে বরিশালে পার্টি কার্যালয়ে ঢুকে নারী-পুরুষ সহ নির্বিচারে হামালার ঘটনা খুবই ন্যাক্কারজনক। সভায় বরিশালের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দায়িত্বহীনতার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি করা হয়।
সভার অপর প্রস্তাবে গতকাল শ্রীমঙ্গলে পথচারী, দোকানদার, গাড়ি চালক, জনতার উপর বিজিবি বাহিনীর হামলা-গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সভায় আগামী ৯ জানুয়ারি ২০১৭ বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম অনুমোদন করা হয় ও মহামান্য রাষ্ট্রপতির নিকট উত্থাপনের জন্য প্রস্তাবাবলী নিয়ে আলোচনা হয়।

Translate »