সামরিক স্বৈরাচারের পতন হলেও বেসামরিক স্বৈরাচারের কবলে পড়েছে দেশ, নূর হোসেনের চেতনায় গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিন
শহীদ নূর হোসেন দিবসে বাসদ এর পুস্পমাল্য অর্পণ
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলু রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন ও নগর নেতা জুলফিকার আলী, আবদুর রাজ্জাক-এর নেতৃত্বে আজ সকাল ৮টায় নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, আজ থেকে ৩১ বছর আগে ১৯৮৭ সালের ১০ নভেম্বর সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান বুকে পিঠে লিখে নূর হোসেন রাজপথে স্বৈরাচারের লেলিয়ে দেয়া ঘাতক পুলিশের বুলেটে আত্মহুতি দিয়েছেন। কিন্তু সামরিক স্বৈরাচার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হলেও ৩১ বছর পরও গণতন্ত্র আজও মুক্তি পায়নি, বেসামরিক স্বৈরতন্ত্রের কবলে পড়েছে দেশ। পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র ও ফ্যাসিবাদী দুঃশাসনের যাতাকলে পিষ্ট হচ্ছে জনগণ।
তিনি শহীদ নূর হোসেনের চেতনায় বাম-প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন, গণতন্ত্রকামী শক্তি ও জনগণকে বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন ঐক্যবদ্ধ ভাবে এগ্রিয়ে নেওয়ার আহ্বান জানান।