সিপিবি-বাসদ এর উদ্যেগে রেল রক্ষা কনভেনশন : ১১ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা
ভুলনীতি, দুর্নীতি – লুটপাট বন্ধ এবং গণপরিবহন হিসেবে রেলকে গড়ে তোলার আন্দোলনের অংশ হিসেবে সিপিবি-বাসদ এর উদ্যোগে রেল রক্ষা কনভেনশন আজ সকাল ১১ টায় মৈত্রী ভবনে অনুষ্ঠিত হয়।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশীদ ফিরোজ, আহসান হাবীব লাবলু, আবদুস সোবহান, দেওয়ান মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম পল্টু, বদিউজ্জামান, জয়নাল আবেদিন মুকুল, শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম, নিখিল দাস, আবদুর রাজ্জাক, আশীষ কুমার দে, ইসমাইল হোসেন, সুলতান আহমেদ, আসলাম খান, আমিনুল ইসলাম খান, মোজহারুল হক, মহিতুল ইসলাম, মহিন উদ্দিন, গোলাম রব্বানী, জুয়েল প্রমুখ। কনভেনশনে ধারণাপত্র উপস্থাপন করেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন। প্রারম্ভেই রেল নিয়ে একটি ডক্যুমেন্টারী প্রদর্শন করেন আতিকুর রহমান।
খালেকুজ্জামান বলেন, স্বাধীনতার ৪৫ বছরে রেল সম্প্রসারিত হওয়ার পরিবর্তে সংকুচিত হয়েছে। নদী পথকে প্রায় ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছে। পরিবহন বাণিজ্যের কবলে আজ দেশের জনগণ। এর বিরুদ্ধে জনগণের স্বার্থেই আন্দোলন গড়ে তুলতে হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, রেলের বিশাল সম্পদ লুটপাটের কারণে শেষ হয়ে যাচ্ছে। জণগণের সম্পদ ক্রমাগত ব্যক্তির হাতে তুলে দেয়া হচ্ছে। অপরিকল্পিত রাস্তা বানিয়ে পরিকল্পিত ভাবে নদী মাতৃক বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে। রেল রক্ষার আন্দোলন তাই জণগণের স্বার্থ রক্ষার আন্দোলন।
অধ্যাপক শামছুল আলম বলেন, জনসেবার চাইতে ব্যবসায়ী সেবা এখন সরকারের কাজ হয়ে দাড়িয়েছে। সাধারণ মানুষের স্বার্থেই রেল কে রক্ষা করা দরকার।
কনভেনশনে ১১ দফা দাবিতে নিম্নোক্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন মুজাহিদুল ইসলাম সেলিম।
১. জুন এর তৃতীয় সপ্তাহে রেল জংশন, রেল এর আঞ্চলিক দপ্তরের সামনে সমাবেশ, স্মারক লিপি পেশ।
২. জেলায় জেলায় রেল রক্ষায় সুধী সমাবেশ। রেল রক্ষা নাগরিক কমিটি গঠন।
৩. স্টেশনে স্টেশনে রেল রক্ষায় স্বাক্ষর সংগ্রহ ২৫ জুন থেকে ২০ জুলাই ।
৪. সংগৃহীত স্বাক্ষর নিয়ে রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ।
৫. পরবর্তিতে রেল মন্ত্রণালয়ে অবস্থা এবং ঘেরাও এর মত কর্মসূচি দেয়া হবে।
রেল রক্ষায় জাতীয় কনভেনশন
ধারণাপত্র
নিচের লিঙ্ক-এ দেওয়া হলো-
https://www.mediafire.com/?3vjjhps3697i5ij