২৬ জানুয়ারি হরতালের সমর্থনে বাসদের সমাবেশ ও প্রচার মিছিল
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত আগামীকাল ২৬ জানুয়ারি ২০১৭ রাজধানী ঢাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচির সমর্থনে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২৫ জানুয়ারি বিকেল ৪:০০টায় জাতীয় প্রেসক্লাবের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ ঢাকা মহানগর সদস্য খালেকুজ্জামান লিপন ও প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি প্রচার মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে হাইকোর্ট মোড়, তোপখানা রোড, পুরানা পল্টন, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, বিজয়নগর রোড, সেগুনবাগিচা ঘুরে তোপখানা রোডে এসে শেষ হয়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ আগামীকালের অর্ধদিবস হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।