Monthly Archive:: November 2022

ভ্যানগার্ড নভেম্বর ২০২২

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মুখপত্র ভ্যানগার্ড নভেম্বর ২০২২ পড়ুন: শোষণ ও দুঃশাসন হটাতে চাই-পুঁজিবাদের অবসান কর্নেল তাহের : সমাজ বিপ্লবের স্বপ্নে বিভোর এক লড়াকু জীবন রিজার্ভ সংকট এবং আইএমএফের ঋণ জাতীয় থেকে জেলা নির্বাচন-অবিশ্বাস সর্বত্র? বিপ্লবের জন্য উৎপাদন পদ্ধতি ও রাষ্ট্র চরিত্র নির্ণয় এবং সঠিক রণনীতি ও রণকৌশল নির্ধারণ জরুরি নভেম্বর-সংগঠন সংবাদ

লুটপাটের দায় জনগণ আর কত বহন করবে?-কমরেড বজলুর রশীদ ফিরোজ

রুশ বিপ্লব বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত লুটপাটের দায় জনগণ আর কত বহন করবে? ———————————————– কমরেড বজলুর রশীদ ফিরোজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রতিষ্ঠা বার্ষিকীর ও রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সভাপতির বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫১ বছরে পুঁজিবাদী শোষণ, বৈষম্য আর দুঃশাসন জনগণের জীবন দুর্বিষহ
Translate »