আমাদের দেশ কৃষি প্রধান দেশ। মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। জিডিপিতে একক খাত হিসাবে কৃষির অবদান আগের তুলনায় কমলেও এখন ও ১৬%। মোট শ্রম শক্তির ৪৯% কৃষিতে নিয়োজিত। স্বাধীনিতার পর কৃষক ক্ষেতমজুরদের পরিশ্রমের ফলে খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় ৪গুণ। অথচ বিগত ৪৫ বছরের ক্ষমতাসীন সরকারগুলোর চরম অবহেলার শিকার কৃষক -ক্ষেতমজুরসহ গ্রামীণ