ঐক্য সংগ্রাম প্রগতি

SSF_three_decade_logo

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবের অঙ্গীকার ! সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার !

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনের অগ্নিগর্ভে আত্নপ্রকাশ করে। অতীত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে গণমানুষের স্বার্থে শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সার্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে আমাদের দৃঢ় পথচলা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা বাংলাদেশে ছাত্রসমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ হিসেবে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে বৈপ্লবিক সংগ্রাম বিকাশের পরিপূরক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক আন্দোলন করছি এবং শিক্ষা সংকোচন, বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে আবিরাম লড়াই করছি। স্বাধীনতার পূর্বে ও পরে শাসকশ্রেণি প্রণীত জনস্বার্থ বিরোধী শিক্ষানীতিগুলোর স্বরূপ উন্মোচন ও প্রতিরোধ গড়ে তোলা,শিক্ষা সম্মেলন ও বিকল্প শিক্ষা প্রস্তাবনা তুলে ধরা, প্রাক্-প্রাথমিক স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন, অব্যাহত বেতন-ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন, ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র প্রতিরোধসহ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলীয়করন, দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কাজে গত ৩০ বছর ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রাম করছে।

বর্তমান সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক বিকাশমান ধারার নাম। একদিকে ধনী বুর্জোয়া ধারার ছাত্রসংগঠনগুলো, আপাত অর্থে তাদের আকার-আয়তন যত বিশালই মনে হোক, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্রমবর্ধমান সন্ত্রাস-টেন্ডারবাজী-দখলদারিত্ব চালিয়ে শিক্ষা ও ছাত্র সমাজের শত্রুতে পরিণত হয়েছে ; পাতি বুর্জোয়া ধারার সংগঠনগুলো নানা সুবিধাবাদ আর আপোষকামিতার মাঝে হাবুডুবু খাচ্ছে।

অন্যদিকে বৈজ্ঞানিক যুক্তি ও বিপ্লবী আদর্শকে ভিত্তি করে ওঠা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অব্যাহতভাবে শিক্ষাসংশ্লিষ্ট নানা কর্মসূচি চালিয়ে ছাত্রসমাজ এবং শিক্ষানুরাগী সকল মহলের ক্রমবর্ধমান সমর্থন পেয়ে চলছে। এর ফলে বাংলাদেশের শিক্ষা আন্দোলন ও ছাত্রদের অধিকার রক্ষার সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইতিমধ্যেই এক অগ্রগণ্য সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে।

আজ ছাত্রসমাজের সামনে প্রশ্ন- আমরা কি আমাদের চোখের সামনে শিক্ষার অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতা ও সংষ্কৃতি ধ্বংস হয়ে যেতে দেখেও প্রতিবাদহীন থাকবো নাকি মনুয্যত্বের দাবীকে প্রতিষ্ঠা করার সংগ্রাম শক্তিশালী করবো? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছাত্রসমাজের নিষ্ক্রিয়তা ও সমাজবিমুখতা এ সমস্যাকে দীর্ঘস্থায়ী করছে। শিক্ষা ও চেতনা বিধ্বংসী এই দুঃসময়ে নিষ্ক্রিয় থাকা অন্যায়। এক্ষেত্রে কেউ যদি নিশ্চুপ থেকে রাজনীতি করি না বলে নিরপেক্ষ থাকার কথা বলেন, তিনি আসলে সমাজে চলমান অন্যায়কেই প্রশ্রয়-সমর্থন দিচ্ছেন এবং নীরবে অন্যায়ের কালহাতকে শক্তিশালী করতে সুযোগ দিচ্ছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ নিষ্ক্রিয়তার বিপরীতে সচেতন, প্রগতিশীল, বিপ্লবী এবং শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার সংগ্রাম করছে।

আমরা মনে করি, শাসকশ্রেণির অন্যায় ও অশুভ পরিকল্পনার বিরুদ্ধে আপোষহীন লড়াই করার মধ্যদিয়ে ছাত্র আন্দোলনের আদর্শবাদী সুস্থ লড়াকু ও সংগ্রামী ধরা অগ্রসর হয়। লড়াই করা ছাড়া যেমন উন্নত রূচি-সংস্কৃতি-শক্তি গড়ে তোলা যায় না ; আবার উন্নত রূচি-সংস্কৃতি-শক্তি ধারণ করা ছাড়া গণআন্দোলনকে এগিয়ে নেয়া যায় না। আমরা ছাত্র আন্দোলনকে এই ঘূণে ধরা সমাজটাকে পরিবর্তনের আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ছাত্রসমাজকে সচেতন, সংগঠিত করছি।

ছাত্রসমাজের প্রতি আহ্বান- এ পথে হয়ত কষ্ট আছে, কিন্তু এটাই তো মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবার একমাত্র পথ। এ পথে এগিয়ে আসুন, ইতিহাসের অর্পিত দায়িত্ব পালন করুন। সার্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান শোষণমূলক পুুঁজিবাদী সমাজব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে একাত্ন হোন। আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এ সংগ্রাম চূড়ান্ত বিজয় অর্জন করবে।

★প্রকাশনাসমূহঃ
● সংগঠনের মুখপত্র- অভিমত
● কেন ছাত্র সমাজ রাজনীতি করবে
● শিক্ষানীতি ও শিক্ষা সংকট প্রসঙ্গে
● শিক্ষা সম্মেলনে স্মারকগ্রন্থ
● মনীষী ভাবনায় শিক্ষা
● শিক্ষা প্রসঙ্গে
● গঠনতন্ত্র ও ঘোষণাপত্র
● ফোল্ডার : কেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করব?
● বুকলেট : ছাত্র আন্দোলনে চাই সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
● ‘বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানিক ও স্ব-শাসন শীর্ষক — সেমিনার
● জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ দফা দাবিনামা
● শহীদ বুদ্ধিজীবী স্মরণে

★সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটি (২৮ মে, ২০১৩) :
● সভাপতি :: জনার্দন দত্ত নান্টু
● সহ. সভাপতি :: রাহাত আহমেদ
● সাধারণ সম্পাদক :: ইমরান হাবিব রুমন
● সাংগঠনিক সম্পাদক :: আল কাদেরী জয়
● দপ্তর সম্পাদক :: নাসির উদ্দিন প্রিন্স
● অর্থ সম্পাদক :: রুখসানা আফরোজ আশা
● প্রচার ও প্রকাশনা সম্পাদক :: মৈত্রী বর্মন
● স্কুল বিষয়ক সম্পাদক :: কিবরিয়া হোসেন
● সদস্য –
:: সাদেক হোসেন,
:: মাসুদ রানা,
:: শ্যামল বর্মণ,
:: রাশিব রহমান,
:: জুনায়েদ ইসলাম,
:: কিশোর আহমেদ,
:: মনীষা চক্রবর্তী,
:: সোহরাব হোসাইন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট – উদ্দেশ্য, লক্ষ্য এবং মূল দৃষ্টিভঙ্গি