আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রথম কংগ্রেসের ডেলিগেট সেশন এবং প্রতিনিধি ও পর্যবেক্ষকদের অধিবেশন যথাক্রমে ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২২ এবং ১১ ও ১২ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৮/৪-এ সেগুন বাগিচাস্থ স্বাধীনতা হলে অনুষ্ঠিত হয়।
উভয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সমাপাদক
কমরেড খালেকুজ্জামান। পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড
বজলুর রশীদ ফিরোজ।
উক্ত প্রতিনিধি অধিবেশনে দলের গঠনতন্ত্রের কিছু সংশোধনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উত্থাপন করা হয়। সংশোধনীসমূহ নিয়ে প্রতিনিধিবৃন্দ আলোচনা করেন ও প্রতিনিধিবৃন্দ নতুন কিছু প্রস্তাবও উত্থাপন করেন। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনার পর সংশোধনীসহ সর্বসম্মতভাবে গঠনতন্ত্র গৃহীত হয় এবং গঠনতন্ত্রটি প্রকাশ ও প্রচারের জন্য অনুমোদিত হয়।
ইতিপূর্বে গত ৩০-৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রম কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনের দ্বিতীয় দিনে কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি অধিবেশনে দলের খসড়া গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।
কনভেনশনে উপস্থিত প্রতিনিধি ও পর্যবেক্ষকগণ খসড়া গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবের উপর আলোচনা ও মতামত ব্যক্ত করেন এবং হাত তুলে সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে
সংশোধনীসহ গঠনতন্ত্র অনুমোদন করেন।
ইতিপূর্বে গত ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০০৮ ইং তারিখে ঢাকার তাজুল মিলনায়তনে অনুষ্ঠিত পার্টি কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা শিবিরের সাংগঠনিক অধিবেশনে খসড়া গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল এবং পার্টি কেন্দ্রীয় কনভেনশনে চূড়ান্ত অনুমোদনের জন্য স্থির হয়েছিল।
ধন্যবাদান্তে
বজলুর রশীদ ফিরোজ
তারিখ: ০২ জুন ২০২২
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ